বৃহস্পতিবার, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শহিদুলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

এস এম আক্কাস, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলা পৌর এলাকার কোবদাসপাড়া গ্রামে শহিদুল ইসলাম সরকারের নিজ উদ্যোগে জানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে নানা প্রজাতির ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে।

রোববার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাপলা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিআই এর সাবেক শিক্ষক আব্দুল হালিম।

বৃক্ষ বিতরণ সম্পর্কে শহিদুল ইসলাম বলেন, আমি মানবসেবায় বিশ্বাসী। নিজ উদ্যোগে যতটুকু পারি চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। সেখান থেকেই আমার এ উদ্যোগ। তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি, পরিবেশের ভারসাম্য রক্ষা ও নানা উপকারের লক্ষ্যে জাম, কাঠাঁল, ডালিম, মেহেগুনি, পেয়ারা গাছ বিতরণ করা হয়। এছাড়া দীর্ঘ পাঁচ বছর ধরে দুই সহস্রাধিক তালবীজ বিভিন্ন রাস্তাঘাট বিদ্যালয়ের আশেপাশের আঙ্গিনায় রোপণ করা হয়েছে। এটিই প্রথম বিদ্যালয়ের বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন। তবে ধীরে ধীরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসায় বিভিন্ন শিক্ষক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হবে।

এসময় সহকারি শিক্ষীকা রোজিনা খাতুন, সাবেরা সবনাম নুপুর, ইফফাদ আরা, সিদরাতুল মুনতাহা, গ্রামের আরিফ হোসেন, নজরুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ