শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন সাবেক ফুটবলার আমিনুল ইসলাম

মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত করেছেন সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব সাবেক জাতীয় ফুটবলার আমিনুল ইসলাম।

রোববার বিকেলে তিনি পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের বাড়ীতে গিয়ে কবর জিয়ারত ও মোনাজাত করেন। পরে তিনি আবু সাঈদের বাবা-মা সহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় ঢাকা উত্তর বিএনপির বেশ ক’জন নেতা, পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব জাকির হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আমিনুল ইসলাম বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আবু সাঈদসহ যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের কোনো দিন ভুলবে না। তারা জাতীর অহংকার। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং বিএনপি সবসময় তাদের পাশে আছে এবং থাকবে ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ