মো. রিফাত ইসলাম, বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও আবু সাঈদ হত্যার সাথে জড়িত ৭১ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৯ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।
উপাচার্য জানান, ঘটনার সাথে জড়িত শিক্ষার্থীদের মধ্যে ৩৩ জনকে দুই সেমিস্টার এবং ২৩ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সাবেক ১৫ জন শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে