
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে মাটির প্রাচীর ধ্বসে চাপা পড়ে আব্দুল বাছেদ(৬৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ৮টার দিকে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের জামুরহাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বাছেদ(৬৫) একই এলাকার মৃত মোজাহার আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল বাছেদ তার নিজ বাড়িতে মাটির প্রাচীর মেরামতের কাজ করছিলেন। এসময় হঠাৎ করে মাটির প্রাচীর ধ্বসে পড়লে নীচে চাপা পড়েন আব্দুল বাছেদ। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।