বৃহস্পতিবার, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শৃঙ্খলা ফেরাতে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান

ওসমান গনি, স্টাফ রিপোর্টার: জননিরাপত্তা নিশ্চিতকরণ, সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিদ্যুৎ ব্যবস্থার অপব্যবহার রোধে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিএমপি’র উদ্যোগে মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় ও অবৈধ কার্যক্রম বন্ধ করা হয়।

অক্সিজেন মোড় এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান সহিদ এবং সুব্রত হালদার। এ সময় সড়কে অবৈধভাবে চলাচলকারী অটোরিকশা ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ৪টি মামলায় ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জনসাধারণের চলাচলে নিরাপত্তা এবং যানজট নিরসনে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেটগণ।

অন্যদিকে, ডবলমুরিং এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং গ্যারেজে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হাসান। অভিযানকালে দুটি পৃথক গ্যারেজে অননুমোদিত চার্জিং ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগের অনিয়মের প্রমাণ পাওয়া যায়। ফলে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া, চান্দগাঁও এলাকায় তিনটি অনুমোদনহীন অটোরিকশা চার্জিং স্টেশন বন্ধ করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান।

চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিএমপির উদ্যোগে নগরবাসীর নিরাপত্তা, সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিদ্যুৎ ব্যবহারে সঠিকতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ