রবিবার, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার উন্নয়নের গতিধারাকে নস্যাৎ করার পায়তাঁরা করছে বিএনপি : ড. সেলিম মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্বে উন্নয়নের মডেল রোল হিসাবে উন্নীত করেছেন। তাঁর এই উন্নয়নের গতিধারাকে নস্যাৎ করার জন্য বিভিন্নভাবে পায়তাঁরা করছে বিএনপি।
বুধবার চাঁদপুরের কচুয়ায় ছাত্রলীগের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
উপজেলার বিশ্বরোড এলাকায় চাঁদপুর পলিকেটনিক ইন্সটিটিউট, বঙ্গবন্ধু সরকারি কলেজ ও পৌরসভা ছাত্রলীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেলিম মাহমুদ বলেন- বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা যারা মেনে নিতে পারেনি, তারা ৭৫ এর ১৫ আগস্ট ও ৩ নভেম্বর বঙ্গবন্ধুকে স্বপরিবারে ও জাতীয় চার নেতাকে পর্যায়ক্রমে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বহীন করতে চেয়েছিল। সাম্প্রদায়িকতাকে লালনকারী রাজনৈতিক দলগুলোর মানবাধিকারের ধুয়া তুলে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এই শুভ শক্তিকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদেরকে জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় কাজ করে যেতে হবে।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাকিল মুন্সি ও ফয়সাল ভূইয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌরসভা মেয়র ও যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম ও ইউপি চেয়ারম্যান হাবিব মুজমদার প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *