
মো: আলমগীর হোসেন, মৌলভীবাজার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্রীমঙ্গল উপজেলা কৃষক দলের আয়োজনে বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ রেলওয়ে মাঠে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু।
শ্রীমঙ্গল উপজেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ মোস্তাকিন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকশি মিজবাহুর রহমান, জেলা কৃষক দলের আহ্বায়ক শামিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম ইমানী এবং পৌর কৃষক দলের আহ্বায়ক কাওছার আহমেদ।
এছাড়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিপ, যুগ্ম আহ্বায়ক তারে খন্দকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিল্লাত হোসেন মিরাশদার এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীরা কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সমস্যার বিষয়গুলো তুলে ধরেন।
কৃষক দলের আহ্বায়ক সৈয়দ মোস্তাকিন আলী গণমাধ্যমকে জানান, ‘শ্রীমঙ্গল উপজেলা জাতীয়তাবাদী কৃষক দল সবসময় কৃষকদের পাশে থেকে সক্রিয় ভূমিকা পালন করবে। আমাদের জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে কৃষকদের সকল প্রকার সরকারি সুযোগ-সুবিধা প্রদানে আমরা সক্রিয় থাকব।’
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ করা হয় এবং অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।