শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ

শ্রীমঙ্গলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

‘আজকের বিজ্ঞানই হলো আগামী দিনের প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলের দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজে এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় স্টলগুলোতে প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের আবিস্কারের নানা প্রজেক্ট শোভা পাচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় এই মেলা। দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজেের অধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রতিষ্ঠানের শিক্ষক রেবা রানী বড়াল ও মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে ফিনলে হাউজ এর চিপ অপারেটিং অফিসার ও দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজের প্রেসিডেন্ট তাহসিন এ চৌধুরী স্টলগুলো পরিদর্শন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বোর্ড অব গর্ভনস এর সদস্য জি এম শিবলি, আমজাদ হোসেন, গর্বনিং বডি এর সদস্য মো: নূর নবী, নাজমা রহমান মুক্তা, মো. সেলিম রেজা। এছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মেলায় ক গ্রুপ (৩য় – ৫ম শ্রেণি) ৪৪টি, খ গ্রুপে (৬ষ্ঠ- ৮ম শ্রেণি) ১৮টি, গ গ্রুপে (৯ম – ১০ শ্রেণি) ৯টি, ঘ গ্রুপে (একাদশ ও দ্বাদশ শ্রেণির) ৪টি স্টলসহ মোট ৭৬টি স্টল।

অথিতিরা জানিয়োছেন, মেলায় শিক্ষার্থীদের ছোট ছোট বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আবিস্কারের ধারণাটি যে কাউকে অভিভূত করবে। সৌর বিদ্যুৎ, গ্রিন হাউস, ওয়েস্টেজ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টসহ সর্বমোট ৭৬টি প্রজেক্টের মাধ্যমে অনন্য সাধারণ রূপকল্প তৈরি করেছে প্রতিষ্ঠানটির কোমলমতি শিক্ষার্থীরা।

মেলায় দেখা যায়, বিজ্ঞানের বিভিন্ন শাখার আবিস্কার মেলায় স্থান পেয়েছে। ছোট ছোট স্টল দিয়ে দারুণ সব আয়োজনে সাজানো হয়েছে। প্রতিষ্ঠানটির বিশাল হলরুমটি। স্টলগুলোতে নিজেদের আবিষ্কার নিয়ে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের আবিস্কারের সুফল তুলে ধরেছে।

দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রতিবছরের মতো এ বছরও তারা বিজ্ঞান মেলার আয়োজন করেছেন। প্রতিবছরই শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরণের বিজ্ঞান মেলার আয়োজন করা হবে বলে তিনি আশাবাদী। এ ধরনের পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি উৎসাহিত হবে এবং একদিন সত্যিকারের বিজ্ঞানি তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মিহির রঞ্জন দেবরায়, সিনিয়র প্রভাষক মো. নজরুল ইসলাম, সহকারী শিক্ষক সুপর্ণা দেবনাথ ও অভিজিৎ সিং।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *