নিজস্ব প্রতিবেদক: গত ৫ই মে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন সংযুক্ত আরব আমিরাতস্থ ব্রাহ্মণবাড়িয়া কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত এশিয়ান এমপায়ার রেষ্টুরেন্ট মোবরক সেন্টারে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সজিব। বিশেষ অতিথি ছিলেন হাফেজ শফিকুর রহমান, শরিফুল ইসলাম, আসাদুল্লাহ শিকদার, কামাল নূর প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাউছার।
তিনি গত ৩ মে মঙ্গলবার ৮ দিনের ব্যাক্তিগত সফরে ঢাকা ছাড়েন।