শুক্রবার, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ,২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
Mujib

/ , ,

‘সকল যুগেই প্রাসঙ্গিক বন্ধবন্ধু’ একটি অনুপ্রেরণামূলক বই

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘সকল যুগেই প্রাসঙ্গিক বন্ধবন্ধু’ একটি অনুপ্রেরণামূলক সংকলিত বই এসেছে এবারের বইমেলায়। আজকের তরুণ প্রজন্মের কাছেও তিনি যে সমানতালে প্রাসঙ্গিক এবং দেশপ্রেম ও দেশমাতৃকাকে গড়ে তোলার জন‌্য বঙ্গবন্ধুই যে অনুপ্রেরণার উৎস, তা ফুটিয়ে তোলা হয়েছে এতে।

বইটি লিখেছেন এন আই আহমেদ সৈকত। বইটি সম্পর্কে তিনি বলেন, ‘একটি শোষিত ও পরাধীন জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার অধিকার দিয়ে গেছেন যে অবিসংবাদিত নেতা, তিনি বাঙালির প্রাণের নেতা, স্বাধীনতার স্বপ্নদ্রষ্ট্রা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মহান এই স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু আজও আমাদের অনপ্রেরণার বাতিঘর।’

‘তার যোগ‌্য কন‌্যা মানবতার নেত্রী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজকে দেশকে যে উন্নয়ন অর্জনের দিকে নিয়ে যাচ্ছেন তা জাতির পিতা থেকেই অনুপ্রাণিত। বইটিতে যে লেখাগুলো রয়েছে তা অনেকটা বিশ্লেষণধর্মী। বিষয়ের প্রয়োজনে এতে বিভিন্ন উৎস থেকে তথ‌্য নেওয়া হয়েছে। আমার বিশ্বাস বইটির প্রতিটি লেখা তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু যে সবসময়ই প্রাসঙ্গিক হিসেবে আবর্তিত হন তা বুঝতে পারবে।’

বইটিতে ২৮টি বিষয়ভিত্তিক নিয়ে লেখা সংকলন করা হয়েছে, যা বিভিন্ন সময়ে দেশের প্রতিষ্ঠিত গণমাধ‌্যমে প্রকাশিত হয়েছে। এতে বঙ্গবন্ধুকে নিয়ে লেখার পাশাপাশি তার কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, এবং বিভিন্ন সময়ের সমসাময়িক রাজনৈতিক বিষিয়ভিত্তিক লেখাও আছে। এছাড়া শেখ ফজলুল হক মনি এবং বর্তমান যুবলীগের চেয়ারম‌্যান শেখ ফজলে শামস পরশকে নিয়ে একটি লেখা আছে।

মেলায় বইটি পাওয়া যাচ্ছে ৩৩৭ ও ৩৩৮ নং স্টলে। বাবুই প্রকাশনী থেকে প্রকাশিত বইটি রকমারি থেকেও সংগ্রহ করা যাবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ