মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ উপজেলা শাখার ত্রি–বার্ষিক সম্মেলন ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক কাজী আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নানের সভাপতিত্বে ও আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে ফজলুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে টেলি কনফারেন্স প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কর্মচারি ঐক্যজোটের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের সভাপতি এম এ ছফা চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সচিব কমল কান্তি ভৌমিক, সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি নাসির উদ্দীন, চট্টগ্রাম আঞ্চলিক শাখার নির্বাহী সচিব সাইফুল ইসলাম চৌধুরী, বক্তব্য রাখেন প্রধান শিক্ষক, দিদার হোসেন, নুরছাপা, আমিনুর রসুল, নিজাম উদ্দিন প্রমুখ।
বক্তারা চাকরি জাতীয়করণ করার জোর দাবি জানান এবং বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীদের ৫% বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ ঈদ বোনাস প্রদানের দাবি জানান। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে মধ্যে সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ উদ্দিনকে সভাপতি এবং মুছাপুর আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একে ফজলুল করিম সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষা সমিতি সন্দ্বীপ উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
এসময় উপজেলার বিভিন্ন উচ্চ ম্যাধমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক–শিক্ষিকাগণ, দৈনিক ভোরের আকাশ পত্রিকার চট্টগ্রাম বুরো প্রধান মুকতাদের আজাদ খান, সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন উপস্থিত ছিলেন।