শুক্রবার, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সপ্তাহের ব্যবধানে তালার সবজি বাজারে স্বস্তি

oplus_0

বি এম বাবলুর রহমান, তালা (সাতক্ষীরা): তালায় সবজি বাজারে সপ্তাহের ব্যবধানে কিছুটা স্বস্তি ফিরেছে। ক্রেতারা জানিয়েছেন, সবজি কেজি প্রতি কমেছে ১০-১৫ টাকা।

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সকালে তালা উপজেলা বিভিন্ন খুচরা কাঁচাবাজার সূত্রে জানা গেছে, গত সপ্তাহে লাল শাক ৫০-৬০ টাকা বিক্রি হলেও এখন তার দাম ৪০ টাকা, বেগুন – ৮০-৯০ টাকা থেকে দাম নেমেছে ৭০ টাকা। পটল ৭০ টাকা থেকে দাম কমে এখন ৫০ টাকা।মুখি কচু এখন ৫০ থেকে ৩০ টাকা। কাঁকরল ৭৫ টাকা থেকে দাম নেমে ৬০ টাকা হয়েছে। শিম ২৫০ থেকে দাম কমে এখন ১২০ টাকা, করলা ৯০ থেকে এখন করলা ৮০, কাঁচামরিচ ২শ থেকে ১৮০ টাকা বিক্রি হচ্ছে।

এদিকে প্রতি কেজি ১০ টাকা করে কুমে এখন কুষি ৫০, ঢেড়শ ৫০,শসা ৪০ টাকা, মান কচু ৫০, মাদরাজি ওল ৬০ হলেও এখনো দেশি ওলের দাম ১শ রয়েছে। কেজি প্রতি ১৫ টাকা দাম কমে ঝিঙে এখন ৬০, বরবটি ৬০, মিষ্টি কুমড়া ৫০ টাকা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন কৃষি জমিতে গিয়ে দেখা গেছে, এবারে কৃষকদের জমিতে চমৎকার সবজি হয়েছে।

তালা সদরের কৃষক মোস্তফা শেখ, তেঁতুলিয়ার আব্বাস আলী, ডাঙ্গানলতার হাসেম গাজী সহ কয়েকজন সফল কৃষকের সাথে কথা বলে জানা গেছে, তাদের জমিতে সবজি খুব ভালো হয়েছে। এখন পর্যন্ত বাজার দর যা আছে তাতে তারা খুশি।বাজারদর স্বাভাবিক থাকলে তারা সবজি বিক্রি করে লাভবান হবে বলে আশাবাদী।

তালা বাজারে পাইকারী ক্রেতা পাইকগাছার তাজুম সানা বলেন, এই বাজারে সবজির সরবরাহ খুব ভালো। তালার চাষকৃত সবজি বাইরের শহরে আলাদা কদর আছে। এখনো পর্যন্ত দাম যা আছে তাতে আমাদের ব্যাবসা হচ্ছে। তবে গত সপ্তাহের চেয়ে একটু দাম কমেছে, সবজি বাজারে আগের তুলনায় বেশি আসছে।

তালা বাজারে সবজি কিনতে আসা রেজাউল ইসলাম ও গোলাম মোহাম্মদ বলেন, গত কয়েক দিনের চেয়ে সকল সবজির দাম কমেছে। মোটামুটি ভালো লাগছে। তবে আরো একটু কম হলে ভালো হতো।

মাঝিয়াড়া বাজারের খুচরা বিক্রেতা সবজি ব্যাবসায়ী মোঃ জাহিরুল সরদার বলেন, বাজারে সবজি ভরপুর। দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা দাম কম, দাম একটু কম থাকার কারনে সবজি বিক্রি বেড়েছে। ক্রয় বিক্রয়ে লাভ লস নিয়ে কোন সমস্যা নেই, এভাবে আস্তে আস্তে সবজির দাম নামলে সকলের নাগালে থাকবে।

তিনি আরো বলেন, দাম একটু কম থাকলেও বিক্রি বেড়েছে কয়েক গুণ। আর তাতে লোকসানের কোনো সম্ভবনা নেই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *