শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সবাই জানে ১০ নম্বর জার্সি মেসির: দিবালা

যায়যায়কাল ডেস্ক : কোপা আমেরিকার দলে জায়গা পাননি। ইউরোপের পাটও প্রায় চুকিয়ে দিচ্ছিলেন। সৌদি আরবের বিমান ধরার খুব কাছেই ছিলেন পাওলো দিবালা। হুট করেই যেন সব বদলে গেল। রোমায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ডাক পেলেন জাতীয় দলে। বদলি নেমে করলেন গোলও। তাও আবার ১০ নম্বর জার্সি পরে!

বাংলাদেশ সময় শুক্রবার সকালে এস্তাদিও মনুমেন্তালে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলিকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। ৭৯তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তারের বদলি নেমে যোগ করা সময়ে দলের হয়ে শেষ গোলটি করেছেন দিবালা।

অনেক দিন থেকেই আর্জেন্টিনা দলের ১০ নম্বর জার্সি পরে খেলেন লিওনেল মেসি। অবসরে গেলে এই জার্সি তার সম্মানে উঠিয়ে রাখার জোরালো দাবিও রয়েছে। তবে কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট এখনও সেরে না ওঠায় চিলির বিপক্ষে ছিলেন না মেসি। তাই ১০ নম্বর জার্সিটি দিবালাকে দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি।

এর আগে মেসির অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন আনহেল কোরেয়া। এই তরুণ স্কোয়াডে না থাকায় ধারণা ছিল নতুন কেউ পেতে যাচ্ছেন এই জার্সি। অথবা থাকবে শূন্য। তবে জার্সিটি যে দিবালাকে দিবেন তা আগে তাকে জানাননি স্কালোনি।

দিবালাকে ১০ নম্বর জার্সি দেওয়ার কারণ ব্যাখ্যায় আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘১০ নম্বর জার্সি দিতে যাচ্ছি, এ কথা ওকে আগে জানাইনি। আমাদের মনে হয়েছে, এই জার্সি পরার জন্য একজন ফুটবলারের মধ্যে যা যা থাকা দরকার, সেসব ওর মধ্যে আছে।’

১০ নম্বর জার্সি পরলেও এটার আসল মালিক তিনি নন তা ভালো করেই জানেন দিবালা, ‘আমি জানি জার্সিটা আমার নয়। সবাই জানে এটা লিওর। যতটা ভালোভাবে সম্ভব, আমি এটার প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি। কেউ কেউ বলেছে, আমার এটা পরা উচিত। এটা নেওয়া উচিত কি না, তা বুঝতে পারছিলাম না। কিন্তু দায়িত্ব পালন করে ভালো লাগছে।’

জাতীয় ফিরতে পেরেও উচ্ছ্বসিত দিবালা। সেই সঙ্গে ১০ নম্বর জার্সি পরে সেরাটা দিতে পারার তৃপ্তিও ঝরে তার কণ্ঠে, ‘ভেবেছিলাম আমি হয়তো ডাক পাব না। ফিরতে পারব না…কিন্তু আমাকে ফিরতেই হতো। খেলতেই হতো। যখন এই জার্সি পরবেন, তখন সেরাটাই দিতে হবে।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *