
খন্দকার শাহ নেওয়াজ, রায়পুরা প্রতিনিধি: নরসিংদী শিবপুর উপজেলা গিলাবেরের কৃতি সন্তান প্রবাসী অহিদুজ্জামান অহিদ এর অর্থায়নে বটিয়ারার আজিমপুর-গিলাবের সরকারী প্রা: বিদ্যালয় পর্যন্ত দেড় কি.মি. ১২ ফুট প্রস্থর পাকা রাস্তা ও ব্রিজের নিমার্নের কাজের ভিত্তি প্রস্থর স্থাপন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেমবর) সকালে বটিয়ারার আজিমপুর পশ্চিমপাড়া ও গিলাবের নামক স্থানে বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই এর সভাপতিত্বে ও মরজাল ইউনিয়ন ছাত্রলীগ সাবেক আহ্বায়ক জাকির হোসেন রিয়াদ এর পরিচালনায় ভিত্তিপ্রস্থর স্থাপন করেন মরজাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান ও জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নাদিম সরকার।
জানাযায়, এলাকাবাসী ও শিক্ষাথর্ীদের চলাচলের জন্য বহুল প্রত্যাশীত ও দর্ীঘদিনের দাবী বাস্তবায়ন করতে প্রবাসী সমাজ সেবক অহিদুজ্জামান অহিদ তার নিজস্ব অর্থায়নে রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের বটিয়ারা আজিমপুর থেকে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের গিলাবের সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দেড় কি.মি. ১২ ফুট প্রস্থর পাকা রাস্তা ও ব্রিজ নিমার্নের কাজের উদ্যোগ নেয়।
ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাস্তাটির নিমার্তা প্রবাসী ও সমাজ সেবক অহিদুজ্জামান অহিদ, সমাজ সেবক ফতেআলী প্রধান, জয়নগর ইউনিয়নের ৯নং ইউপি সদস্য মো: নজরুল ইসলাম, মো: নাছির উদ্দিন, মো: সামসুল উদ্দিন মাষ্টার, মো: খোকন মিয়া খন্দকার, মো: আমিনুল হক, মো: আবুল কালাম খন্দকার, আব্দুল হাই, যুবলীগ নেতা মো: বেদন মিয়া, যুবলীগ নেতা মো: সোহরাব মিয়া, যুবলীগ নেতা মো: আরমান মিয়া প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, নরসিংদীর শিবপুর উপজেলার গিলাবেরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক অহিদুজ্জামান অহিদ একজন সাদা মনের মানুষ। তিনি নিজ উদ্যোগে এলাকার মানুষের চিন্তা করে তাদের বহুল প্রত্যাশিত রাস্তা ও ব্রিজ নিমার্ন কাজের বাস্তবায়ন করেছে। তিনি বরাবারই সমাজ সেবামুলক কাজ করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। এতে করে তিনি আজীবন এলাকাবাসীর মাঝে স্থান করে নিবে।