বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সরাইলে মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত

সালমান হুসাইন, ব্রাহ্মণবাড়িয়া : বাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলায় অবৈধভাবে ড্রেজার দিয়ে পুকুর খনন করে বালু উত্তোলনের সময় পুকুরের পাড় ভেঙে মাটিচাপা পড়ে দেলোয়ার হোসেন ও আলী মনছুর। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

এর আগে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের এ ঘটনা ঘটে। নিহত- দেলোয়ার হোসেন ময়মনসিংহ জেলার তাঁরাকান্দা উপজেলার শিমুলিয়া পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও আলী মনছুর একই গ্রামের আসাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সরাইল ফায়ার সার্ভিসের একটি টিম ও ভৈরব থেকে ২ জন ডুবুরি সদস্য এনে উদ্ধার কাজ শুরু করে। সকাল ১১টা দিকে পানি নিচে মাটি চাপা অবস্থা থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে সরাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আতিকুর রহমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শী আতিকুল ইসলাম জানান, কালিকচ্ছ বিশুতারা গ্রামের হুমায়ূন কবির ও আজহার মিয়ার ড্রেজার মেশিনের দীর্ঘদিন ধরে কাজ করছি। এর ধারাবাহিকতায় গত মাস খানেক যাবৎ হাসান মিয়ার পুকুর খননের কাজ করে আসছি। বুধবার রাতে ১১টা দিকে কাজ করার সময় পাড় ভেঙে ৩ জন নিচে চাপা পড়ে যায়। এক পর্যায়ে আমি জীবিত ফিরে আসলেও আমার দুই ভাই নিখোঁজ হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ( ওসি) এমরানুল ইসলাম। ঘটনার সততা নিশ্চিত করে জানান, আজ সকালে ২ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হয়েছে এবং পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। তারা আসার পরে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইয়া বলেন, একটি কুচক্রী মহল প্রতিদিন রাতের আঁধারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল। আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ