শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সলঙ্গায় বিএনপি নেতা আব্দুল আলীম লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন

মো. আখতার হোসেন হিরন, সলঙ্গা: সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল আলীম সরকার লিডারশিপ অ্যাওয়ার্ড সম্মাননায় ভূষিত হয়েছেন।

শনিবার রাজধানীর বিজয়নগরে রিপোটার্স ইউনিটিতে ‘মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানীর কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা, সম্মাননা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তাকে লিডারশীপ অ্যাওয়ার্ড সম্মাননায় ভূষিত করা হয়েছে।

উক্ত সম্মাননা অনুষ্ঠানে জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক ও সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকারকে লিডারশিপ অ্যাওয়ার্ড সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া।

জানা যায়, রাজনৈতিক জীবনে আব্দুল আলীম সরকার একজন স্বচ্ছ রাজনৈতিক নেতা। তিনি দলের দুঃসময় থেকে অদ্যাবধি পর্যন্ত বিএনপির রাজনীতিকে দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মুক্তিযুদ্ধের মহানায়ক, সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর তৈরি বিএনপিকে জনগণের মধ্যে প্রচারের জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে সহ্য করতে হয়েছে আওয়ামী দুঃশাসনের নানা ধরনের নির্যাতন। ২০২২ সালের রাজশাহী বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এর নেতৃত্বে ২৭ নভেম্বর কামারখন্দে লিফলেট বিতরণকালে আব্দুল আলীম সরকার আওয়ামী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়। যেখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায় সহ সকল ইউনিটের শীর্ষ স্থানীয় নেতাকর্মী। শুধু সেখানেই সীমাবদ্ধ নয়, রাজশাহী বিভাগীয় সমাবেশে যাত্রা পথে ঢাকা সহ সিরাজগঞ্জ একাধিকবার গ্রেফতার করা হয় এই নেতাকে। মাথার উপর চাপিয়ে দেয়া হয়েছে একাধিক মিথ্যা মামলার বোঝা।

বিগত আন্দোলন সংগ্রামে আব্দুল আলীম সরকারের অবদান ছিল অতুলনীয়। সলঙ্গায় সরকার পতনের আন্দোলনকে বেগবান করার জন্য অগ্রণী ভূমিকা রেখেছেন এই নেতা। সুতরাং দলের জন্য আব্দুল আলীম সরকার এর ত্যাগ ও সুদক্ষ নেতৃত্বের রয়েছে বীরগাঁথা ইতিহাস।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *