
আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পরিচালক মোস্তফা জামান। মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
বক্তব্য রাখেন ইউপি সদস্য ফারুক হোসেন মিঠু, এনামুল হক খোকন, পুরোহিত দিলীপ হালদার, নিকাহ রেজিস্টার মাওলানা মো. আলী হাবিবি ও সাবেক সদস্য আব্দুল মান্নান। সেমিনারে জনশক্তি জরিপ কর্মকর্তা, শিক্ষক, অভিবাসনে আগ্রহী যুবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।