
যায়যায়কাল প্রতিবেদক: নেপালে ২০২৪ সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার মতিঝিলে বাফুফে ভবনে উপস্থিত হয়ে বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও চেয়ারম্যান ওমেন্স উইং মাহফুজা আক্তার কিরন ও বাংলাদেশ মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের নিকট অভিনন্দনপত্র প্রদান করেন বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।
এ সময় বাফুফে’র পক্ষে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহম্মেদ করিম।
অভিনন্দনপত্র প্রদানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক কাকলী জাহান আহম্মেদ, পরিচালক কমিনিউকেশন অ্যান্ড পাবলিকেশন্স সাইদা খানম ও অতিরিক্ত পরিচালক খন্দকার ইফতেখার হাসান।
বাংলাদেশের নারী ফুটবল দল গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতে।