
রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): গুড়ার সারিয়াকান্দিতে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান মোঃ আতিকুর রহমান, ওসি এল এস ডি রাশেদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, উপজেলা তাঁতিদলের সভাপতি আবুল কালাম আজাদ লাভলু, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি মোঃ মোজাম্মেল হক,সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ও স্থানীয় কৃষক ও সাংবাদিকবৃন্দ।
কৃষক অ্যাপের মাধ্যমে বোরো ধান ও চাল সংগ্রহের প্রতি মণ- ১৪৪০ টাকা দরে একজন কৃষক ৩ টন করে ধান দিতে পারবে। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে- ৯৩৯ টন, সিদ্ধ চাল-১৪২২ টন। প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে এবং প্রতি কেজি চাল ৪৭ টাকা দরে ক্রয় করা হবে। ধান চাল সংগ্রহ ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।