
সাইদুল ইসলাম আবির, বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চুরি যাওয়া ৯টি গরু এক বাড়ির গোয়ালঘর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া কারণ পাড়া এলাকায় হাবিবুর রহমান (হবি) এর ছেলে আবু হোসেন হাসেম (৩৫) এর বাড়ি থেকে ছোট বড় ৯ টি গরু উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লক্ষ ১০ হাজার টাকা বলে থানা পুলিশ জানায়।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া কারণ পাড়া এলাকার গরু ব্যবসায়ী হবিবুর রহমান হবি’র ছেলে হাসেম এর বাড়িতে হঠাৎ ৯টি গরু দেখা যায়। এর আগে তিনি ব্যবসা করলেও কখনো বাড়িতে গরু নিয়ে আসে নি। এলাকাবাসীরা অভিযুক্ত হাসেমের বাড়ি’র গোয়াল ঘরে প্রবেশ করা মাত্রই গরু গুলো রেখে ঐ পরিবারের সবাই পালিয়ে যায়।
এ ঘটনার কথা মুহূর্তেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লে গরুগুলোর মালিক দাবি করে অনেকেই অভিযুক্ত হাসেমের বাড়িতে ভীর জমায় এবং তারা তাদের গরু চিহ্নিত করে নিজেদের বলে দাবি করেন। পরে রায়গঞ্জ থানা পুলিশে খবর দিলে থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে ৯টি গুরু উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় রায়গঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান গণমাধ্যমকে বলেন, আমরা জানি যে হবিবুর রহমান হবি’র ছেলে হাসেম গরু কেনা বেচা করতো। কিন্তু কখনোই তিনি গরু কিনে বাড়িতে নিয়ে আসে নাই। হঠাৎ তার বাড়িতে অনেক গুলো গরু দেখে স্থানীয় এলাকার জনসাধারণকে সাথে নিয়ে ঐ বাড়িতে গেলে এক পর্যায়ে তারা কৌশলে গরুগুলো রেখে পালিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে গরুগুলোর মালিক দাবি করে অনেকেই আসতে থাকেন। পরে থানা পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে গরুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থানাপুলিশ সরেজমিনে গিয়ে গরুগুলো উদ্ধার পূর্বক থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে গরু গুলোর মালিক দাবি করে অনেকেই থানায় এসেছে। আদালতের মাধ্যম দিয়ে প্রকৃত মালিকদের মাঝে পরবর্তীতে গরুগুলো হস্তান্তর করা হবে।আর অভিযুক্ত গরু চোর চক্রের সদস্যের গ্রেফতারের জোর চেষ্টা চলামান বলে জানান তিনি।