শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টীল মিলে ডাকাতের হামলা, মালামাল লুট

মো. রমিজ আলী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের ট্রান্সপোর্ট ওয়ার্কশপে সংঘবদ্ধ ডাকাতদলের হামলার ঘটনা ঘটেছে।

গত রোববার ভোররাতে প্রায় ২০ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারখানায় হানা দিয়ে দারোয়ানদের জিম্মি করে প্রায় সাত লক্ষ টাকার মালামাল লুট করে নেয়।

কারখানার ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) ইমরুল কায়েস ভূঁইয়া জানান, ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে একদল অস্ত্রধারী ডাকাত স্হানীয়, সন্ত্রাসী চক্র ট্রান্সপোর্ট ওয়ার্কশপে ঢুকে দারোয়ানদের বেঁধে ফেলে এবং অত্যন্ত পরিকল্পিতভাবে ৬০০ ফুট ওয়েল্ডিং ক্যাবল, ৩টি ওয়েল্ডিং মেশিন, ৩টি ওয়েল্ডিং থেন্ডার, ২টি গ্রাইন্ডিং মেশিন, ৭ আরএম ইলেকট্রিক ক্যাবল, প্রোপেলার সেপ্ট, কানেক্টিং রড, এমএস সেফ্‌ট, ব্রাশ সেপ্টসহ বিভিন্ন যন্ত্রাংশ লুট করে।

ডাকাত দল ঘটনাস্থল ত্যাগ করার আগে হুমকি দিয়ে যায়, এ বিষয়ে মামলা করলে পুনরায় হামলা চালিয়ে আরও মালামাল নিয়ে যাবে এবং প্রাণনাশের হুমকি দেয়। ইমরুল কায়েস আরও বলেন, এই ঘটনার পেছনে স্থানীয় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র জড়িত, যারা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের ক্ষতিসাধন করে আসছে।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, তারা তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের চিহ্নিত করতে কাজ চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *