
খাঁন মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ খাদ্যগুদামে বৃহস্পতিবার সকালে অভ্যন্তরীণ বোরো চাল ও ধান সংগ্রহ মৌসুম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। কিতা কেটে তিনি এই মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ সূচনা করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জয়নাল আবেদীন, সেতাবগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এবং মিল মালিক আলহাজ্ব মোঃ আলতাফুর রহমান, আলহাজ্ব আলম খাঁন, আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন ও আলহাজ্ব মোঃ মানিক হোসেন।
এছাড়াও সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলমসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন, “সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহ করা হবে যাতে কৃষকরা ন্যায্য মূল্য পায় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হয়।”
এ সময় মিল মালিকরাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সফল সংগ্রহ মৌসুম পরিচালনায় সহযোগিতার আশ্বাস দেন।