শুক্রবার, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে হাসুমণি’র পাঠশালার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে হাসুমণি’র পাঠশালার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে জাতীয় জাদুঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে হাসুমণি’র পাঠশালার উদ্যোগে এ আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মোৎসব এর উদ্বোধনী পর্ব ‘প্রস্ফুটিত পুষ্পের রঙ্গীন উচ্ছ্বাস’ শিল্পকর্ম প্রদর্শনী এবং গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ড. হাসান মাহমুদ বলেন, বিশেষ এক পরিস্থিতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দ্রুত ছুটে চলছে।

তিনি আরও বলেন, বিএনপির নেতারা ফ্লাই ওভারের উপর দিয়েগাড়ি চালিয়ে যায় আর বলে বাংলাদেশে কি উন্নয়ন হয়েছে। আজ যে রাস্তা দিয়ে রিকশা ঢুকতো না সেই রাস্তা দিয়ে বড় বড় গাড়ি চলে তাও তাদের চোখে পড়েনা।

এসময় তিনি হাজারীবাগে দেশ টিভির সাংবাদিকের উপর বিএনপির হামলার বিষয়ে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং মন্ত্রী সাংবাদিকদের বিএনপির অপকর্ম ও হামলার বিরুদ্ধে সোচ্চার হতে বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ বলেন, প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে নন্দিতা তাঁর বলিষ্ঠ নেতৃত্বের কারণে। সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জোরালো ভুমিকা পালন করছেন তিনি জাতিসংঘের ভাষণ তা ফুটে উঠেছে।

হাসুমণি’র পাঠশালার আয়োজনে শেখ হাসিনার জন্মোৎসবের অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আক্তারুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমা আখতার বিপ্লবী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আতিকুর রহমান, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার প্রমুখ।

হাসুমণি’র পাঠশালার প্রতিষ্ঠাতা মারুফা আক্তার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্ট এর প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ হালিম সহ অন্যরা।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *