কৌশিক চৌধুরী, হিলি: দিনাজপুরের হিলিতে বিভিন্ন পূজামণ্ডপ পরির্দশন ও পূজা কমিটির সাথে মতবিনিময় করেন বিএনপির নেতাকর্মীরা।
হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রোববার উপজলা ও পৌর সভার বিভিন্ন পূজামণ্ডপ পরির্দশন করেন বিএনপির সকল পর্যায়ে নেতাকর্মীরা।
পরে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে চন্ডিপুর পূজামণ্ডপে। পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর ও চন্ডিপুর সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি অলক কুমার বসাক মিন্টু, গোহাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি জনার্দন চন্দ্র, গণেশ চন্দ্রসহ আরও অনেকে।
মতবিনিময শেষে সাংবাদিকে বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাতে তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্য হাকিমপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল ইউনিটির নেতাকর্মীরা কাজ করবেন।