মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

১৫ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির দিনব্যাপী আয়োজন

মো. মনজুরুল ইসলাম (মনজু) নিজস্ব প্রতিবেদক : ‘শোক থেকে শক্তির অভ্যুদয় স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়’ শিরোনামে শোকাবহ আগস্টে মাসব্যাপী কমসূচী পালন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ১৫ আগস্ট ১৯৭৫ সালে ধানমন্ডি ৩২ এ সপরিবারে নৃশংসভাবে হত্যার শিকার হোন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটিকে কেন্দ্র করে প্রতি বছর জাতীয় শোক দিবস পালিত হয়ে আসছে। ১৫ আগস্ট ২০২৩ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি পালনের উদ্যাগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
সকাল ১০.০০টায় ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। দুপুর ১২.০০টায় একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের সামনে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। এর আগে সকাল ১০.০০ টায় শতাধিক শিশুর অংশগ্রহণে জাতীয় চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত হবে আটর্ক্যাম্প। চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুকে অবলম্বন করে শিশুদের অংশগ্রহণে এ আর্টক্যাম্প অনুষ্ঠিত হবে। বিকাল ৩.০০টায় একাডেমির নামাজ ঘরে বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে ।


সন্ধ্যা ৬.৩০ টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান, বঙ্গবন্ধুর উপর রচিত গ্রন্থের পাঠ পাঠপর্যালোচনা বিষয়ক বক্তৃতা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। এছাড়াও শোকাবহ আগস্ট মাস জুড়ে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ’শোক থেকে শক্তির অভ্যুদয়, স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়’ শিরোনামে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সালাহউদ্দিন আহাম্মদ, সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আলোচক হিসেবে থাকবেন ড. আতিউর রহমান, সাবেক গর্ভনর, বাংলাদেশ ব্যাংক এবং সভাপতিত্ব করবেন লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় শুরুতেই পরিবেশিত হবে সমবেত নৃত্য । বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দের পরিবেশনায় থাকবে ‘দুঃখিনী বাংলা’। এরপর একক সংগীত পরিবেশন করবেন প্রিয়াংকা বিশ্বাস। একক সংগীত পরিবেশন করবেন মনোরঞ্জন ঘোষাল- ও দরদী নাইয়ারে তুমি কি টুঙ্গীপাড়ায় যাও/হৃদয়ে আমার মুক্তিযুদ্ধ, মনে বাংলা মা,অন্তরে মুজিব আছে চিরঞ্জিব। আবারো সমবেত নৃত্য, পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পীবৃন্দ- বঙ্গবন্ধুর প্রিয় গান,বঙ্গবন্ধুকে নিয়ে গান । আবৃত্তি করবেন মাহিদুল ইসলাম মাহি। সমবেত সংগীত পরিবেশন করবে সরকারি সংগীত কলেজ। দুঃখিনী বাংলা জননী বাংলা, মুজিবর আছে বাংলার ঘরে ঘরে, শোন একটি মুজিবরের থেকে, আরেকটাবার শেখ মুজিবের জনম দে না মা।
এরপর একক সংগীতপরিবেশন করবেন জনপ্রিয় কন্ঠশিল্পী ফাহমিদা নবী। একক সংগীত পরিবেশন করবেন সাব্বির জামান, জানি বাসবেই ভাল মুজিবরকে । সমবেত নৃত্য পরিবেশন করবে আর্টিস্ট্রি নৃত্যদল, ’কারাবাস’ নৃত্য পরিচালনা করেছেন -অরিফুল ইসলাম অর্নব । সমবেত সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত শিল্পীবৃন্দ। একক সংগীত পরিবেশন করবে নন্দিতা/রন্টি দাস। একক সংগীত পরিবেশন করবেন নবীন কিশোর গৌতম । সমবেত নৃত্য ’বঙ্গমাত‘ পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যশিল্পীবৃন্দ। একক সংগীত পরিবেশন করবেন রাজিব, রিনা আমিন ও আশরাফ উদাস। এর পর আবারো সমবেত সংগীত পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশুসংগীত দল- ‘আরেকটাবার শেখ মুজিবের জনম দে না মা, আমি ধন্য হয়েছি আমি পূর্ন হয়েছি’ । সমবেত নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পীবৃন্দ- তুমি বাংলার ধ্রবতারা । উপস্থাপনা করবেন মৌসুমী মৌ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ