
এস এম আক্কাস, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে উল্লাপাড়ায় রাজনৈতিক প্রতিহিংসায় হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার।
সোমবার সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া সাহা পাড়ার স্থায়ী বাসিন্দা মো. সবুজ সরকার এর তিন পুত্র সুমন সরকার, সুজন সরকার ও সংগ্রাম সরকার এর উপর রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সুমন সরকার লিখিত বক্তব্যে বলেন, আমার ছোট ভাই সুজন সরকার জাতীয়বাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকায় ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম লেবু,ঝিকিড়া মহল্লার রেকোয়াত হোসেন রকেট ও সোয়েব আলী নানানভাবে নির্যাতন করেন। এছাড়াও ৩১/১২/২০১৩ ইং তারিখে রেকোয়াত হোসেন রকেট ও সোয়েব আলীর নেতৃত্বে আমাদের বাড়ি ঘর ভাঙচুর করে ২ লাখ টাকা ক্ষতি সাধন করে এবং ৩ ভরি স্বর্ন অলঙ্কার নিয়ে যায়।
হামলা ও ভাঙচুর ও লুট ঘটনায় মামলা করায় অভিযুক্ত আসামিরা আমাদের উপর ক্ষুব্ধ হয়ে জামায়াত বিএনপি দায় করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন উপরোক্ত আওয়ামী লীগের নেতারা।
আমি রাষ্ট্রের কাছে দাবি জানাই, আমাদের জামায়াত-বিএনপি দায়ী করে মিথ্যা মামলা দিয়েছে সেই মিথ্যা ও ভিত্তিহীন। এ মামলা থেকে মুক্তি চাই।











