সোমবার, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

এসসিও সম্মেলনে অংশ নিতে চীনে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

যায়যায় কাল প্রতিবেদক: ২৫তম সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলনে অংশ নিতে রোববার চীনের তিয়ানজিনে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর আমন্ত্রণে একটি উচ্চপর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক দল তার সফরসঙ্গী হিসেবে থাকছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা।

পেজেশকিয়ানের সফরের সময়সূচিতে রয়েছে সম্মেলনে ভাষণ প্রদান, শি জিনপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, এবং সম্মেলনের পার্শ্বসভায় অন্যান্য নেতা ও কর্মকর্তাদের সঙ্গে আলাপচারিতা। এছাড়া ইরান ও অন্যান্য এসসিও সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের দিকনির্দেশনা নির্ধারণ করাও তার লক্ষ্য।

পেজেশকিয়ান তেহরান ত্যাগের আগে জানিয়েছিলেন, এই সফরের মূল উদ্দেশ্য হলো এসসিও সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা। তিনি আরও উল্লেখ করেছিলেন, এই সম্মেলন বহুপাক্ষিকতা প্রচার এবং আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ