শুক্রবার, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কেন্দ্রীয় ছাত্রলীগে আবারো যোগ্যতার স্বাক্ষর রাখলেন ব্রাহ্মণবাড়িয়ার ফারুক বেপারী

নিজস্ব প্রতিবেদক: ছিলেন কেন্দ্রীয় সহ-সম্পাদক, হলেন সহ-সভাপতি। আবারো যোগ্যতার স্বাক্ষর রাখলেন ছাত্রলীগে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি হলেন ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জের কৃতিসন্তান ফারুক বেপারী। তিনি শূন্য পদে এ পদোন্নতি পেলেন।

রোববার (৩১ জুলাই) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, তিনি এর আগেও কেন্দ্রীয় ছাত্রলীগের সোহাগ-জাকির কমিটির নির্বাহী সদস্য ছিলেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী তালশহর গ্রামের বেপারী বাড়ির হাজী মো. কুতুবউদ্দিন বেপারী ও জান্নাতুল ফেরদৌসী বেগমের একমাত্র পুত্র ফারুক বেপারী।
তিনি ঢাকা কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স কৃতিত্বের সাথে শেষ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিসেস্টার ম্যানেজমেন্ট বিভাগ থেকে মাস্টার্স করেন। বর্তমানে তিনি আইনের অন্যতম বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি শেষ বর্ষে পড়াশোনা করছেন।

জানতে চাইলে ছাত্রলীগের এই পরিশ্রমী মেধাবী ছাত্রনেতা ফারুক বেপারী বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশরত্ন শেখ হাসিনার ভিশন ও মিশন রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হয়ে কাজ করে যেতে চাই।’

এদিকে ফারুক বেপারী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন। তাঁর কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ বিরাজ করছে। ফারুক বেপারী সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

যায়যায়কাল/৩১জুলাই২০২২/কেএম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ