মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধা সদরে রাস্তা নির্মাণে ব্যাপক ঘাপলা, তদারকির অভাব

নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউপি অফিস হতে দাড়িয়াপুর জিসি রাস্তা উন্নয়ন এবং বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ বাজার থেকে বল্লমঝাড় ইউপি অফিস রাস্তা উন্নয়নে ফেলানো হচ্ছে মাটি মিশ্রিত নিম্নমানের খোয়া।

অনিয়মতান্ত্রিকভাবে নির্মাণ হচ্ছে কালর্ভাট। দেখেও যেন না দেখার ভান করছেন এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিরা।

জানা গেছে, গিদারী ইউপি অফিস হতে দাড়িয়াপুর জিসি রাস্তা উন্নয়নে ১০০০-২৯৮০ মিটার চেইনেজ এবং কাজলঢোপ বাজার হতে বল্লমঝাড় ইউপি অফিস রাস্তা উন্নয়নে ০০-১৪৪০ চেইনেজে প্রকল্প ব্যয় ৪ কোটি ৫ লাখ ১৮ হাজার ৫৪৪ টাকা।

বৃহত্তর রংপুর অঞ্চলের জেলা সমুহের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (GRRIIP) আওতায় ও জিওবির অর্থায়নে এবং এলজিইডি গাইবান্ধা সদরের বাস্তবায়নে রাস্তা ২টির পাকাকরণের কাজ শুরু হয়েছে।

সংশ্লিষ্ট ঠিকাদার মো. খায়রুল কবির রানা, এসএমসি রোড, গুপ্তপাড়া, রংপুরের স্থলে গাইবান্ধার ঠিকাদার মোখলেস ও সগীর খান রাস্তা ২ টির নির্মাণ কাজ করে আসছেন। কাজের মানের চেয়ে লাভের আশাই তারা বেশি করছেন। নিজস্ব ভাটা থেকে ৩/২ নং ইটের নিম্নমানের খোয়া, রাবিশ ও মাটি মিশ্রিত করে ফেলা হচ্ছে রাস্তায়। বল্লমঝাড় রাস্তায় একটি কালভার্ট নিমার্ণে নিম্নমানের সিমেন্ট, মরা পাথর, দেশীয় বালুর পরিমাণ বেশি দেয়ায় গুণগতমান ও স্থায়ীত্ব নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ছাড়াও সিডিউল ও ইস্টিমেট বর্হিভূত কাজ করা হচ্ছে বলে এলাকাবাসী জানান।

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ