
স্টাফ রিপোর্টার : বিশিষ্ট নজরুল গবেষক ও সংগীত শিল্পী সোমঋতা মল্লিক (সভাপতি ছায়নট কলকাতা) কে নজরুল নিকেতন-এর পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউট প্রাঙ্গনে এ সম্মাননা সোমঋতা মল্লিক এর হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নজরুল নিকেতন-এর আহ্বায়ক সাইফুর রহমান বকুল, সদস্য সচিব মোঃ মিজানুর রহমান সরকার, যুগ্ম আহবায়ক একরামুল হক দিপু, আনোয়ার হাছান খোকন, স্বপন দেবনাথ, এডভোকেট তৌফিকুল ইসলাম আমির,কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন মমিন।
সম্মাননা প্রাপ্ত সোমঋতা মল্লিক নজরুল নিকেতন-এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নজরুল নিকেতন-এর সার্বিক কল্যাণ কামনা করেন।