সোমবার, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগর প্রেসক্লাবে বিএনপি নেতা আব্দুল মতিনের মতবিনিময়

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া- ৫ (নবীনগর) আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. আব্দুল মতিন রোববার নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি। এছাড়াও তিনি কমপ্লেইন্ট অ্যান্ড ডিজিলেন্স কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, সাবেক সভাপতি বাংলাদেশ বার কাউন্সিল, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক। তাছাড়া তিনি ঢাকাস্থ নবীনগর কল্যাণ সমিতির সহ-সভাপতির  দায়িত্ব পালন করেছেন।

মতবিনিময়কালে আবদুল মতিন বলেন, ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে আমি জড়িত। শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রথম আহ্বায়ক কমিটি করেছিলেন আমি সেই কমিটির সদস্য ছিলাম। তখন থেকে আমার রাজনীতির জীবন শুরু এবং জাতীয়তাবাদী আদর্শে আইনজীবী পেশায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে নেতৃত্ব দিয়েছি এবং শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সাংগঠনিক কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। যদি দল আমাকে মনোনয়ন নাও দেয় তারপরও আমি আমার দলের জন্য কাজ করে যাবো। দল যাকেই মনোনয়ন দিবে তার জন্য কাজ করব।

তিনি আরও বলেন, প্রত্যেকটি মানুষের জীবনে কিছু লক্ষ্য স্বপ্ন থাকে। আমার জন্মভূমি নবীনগরকে নিয়ে কাজ করার আমার একটি স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চাইবো, দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং নবীনগরবাসী আমাকে নির্বাচিত করে তাহলে একটি স্যাটেলাইট উপ শহর হিসেবে গড়ে তুলব। গুরুত্ব দিব শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও সামাজিক উন্নয়নসহ সকল সেক্টরে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এমপি হই আর না হই, নবীনগরবাসীর সাথে থাকব এবং সাংবাদিক সমাজকে নিয়ে নবীনগরের উন্নয়নে কাজ করব এবং নবীনগর প্রেসক্লাবের দাতা সদস্য হওয়ার ঘোষণা দিয়ে আমার কার্যক্রম শুরু করলাম।

প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল খন্দকার, মাহাবুব আলম লিটন, জালাল উদ্দিন মনির, নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, প্রেসক্লাবের সদস্য জসিম উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

সভায় অ্যাডভোকেট আবদুল মতিনকে প্রেসক্লাবের দাতা সদস্য হওয়ার ঘোষণা দেওয়ায় ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ