মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় পাল্টাপাল্টি হামলায় নিহত ২, আহত ৩

মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জামাটি গ্রামের দুজাহান মেম্বার (৪৫) ও একই গ্রামের নূর মোহাম্মদ (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুজাহান মেম্বার ও রফিক মিয়ার মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শনিবার রাতে জেলা বিএনপির সম্মেলন শেষে বাড়ি ফেরার সময় রফিকপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে দুজাহানের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুজাহান নিহত হন।

খবর ছড়িয়ে পড়লে দুজাহানের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রফিকের বাড়িতে হামলা চালায়। এ সময় রফিক, তার ভাই মোফাজ্জল, মোফাজ্জলের ছেলে নূর মোহাম্মদ ও রফিকের স্ত্রী মনোয়ারা গুরুতর আহত হন। আহতদের দ্রুত নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। রফিক ও মনোয়ারাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের মধ্যে রফিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা নেত্রকোনা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাটির তদন্ত চলছে। এ ঘটনায় তিন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ