মঙ্গলবার, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বন্যার্তদের মাঝে এনআরবি ব্যাংকের ত্রাণ বিতরণ

আলমগীর হোসেন হিরু, চাটখিল(নোয়াখালী): বন্যা দুর্গত চাটখিল, সোনাইমুড়ি ও ফেনী এলাকায় এনআরবি ব্যাংকের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হচ্ছে। গত মঙ্গলবার থেকে এনআরবি ব্যাংক এ কার্যক্রম শুরু করে।

ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে পাল্লা শাখার ম্যানেজার মোহাম্মদ মহসিন ও চাটখিল শাখার ম্যানেজার নারায়ন দেবনাথের নেতৃত্বে এ ত্রাণ বিতরণ করা হয়।

চাটখিল সোনাইমুড়ি ও ফেনীতে বন্যার্ত ৪ হাজার পরিবারের মধ্যে চাল, ডাল আলু, চিনি, লবণ পেঁয়াজ, সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ত্রাণ হিসেবে বিতরণ করা হচ্ছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানান, ব্যাংকের সকল কর্মকর্তাদের ১ দিনের বেতন ও বোর্ড থেকে অনুমোদিত অর্থ দিয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে।

গত মঙ্গলবার চাটখিল উপজেলা অডিটোরিয়ামে ত্রানের এই কার্যক্রম শুরু হয়েছে। ৩/৪ দিনের মধ্যে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে বলে ব্যাংক কর্মকর্তারা জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ