খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপন করা হয়েছে। বুধবার এই আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সভায় বক্তারা ছাত্রদলের গৌরবময় ইতিহাস তুলে ধরে এর ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতারা। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের জেলা এবং উপজেলা শাখার নেতারা। তারা ছাত্রদলের ঐতিহ্য রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
প্রধান বক্তা বলেন, ছাত্রদল সবসময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমাদের এ সংগ্রাম চলমান থাকবে।
অনুষ্ঠানের শেষাংশে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা বোচাগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উৎসবমুখর এই আয়োজন ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করেছে। দিনাজপুরের বোচাগঞ্জে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন একটি সফল ও স্মরণীয় আয়োজন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।