বৃহস্পতিবার, ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়গঞ্জের রিয়া অটো রাইস মিল কর্তৃপক্ষ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ আদায়

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযুক্ত রিয়া অটো রাইস মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে কৃষকের ফসলের ক্ষতির অভিযোগে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। গত শনিবার পরিবেশ অধিদপ্তরের পরিবেশ ভবন আগারগাঁও এ অভিযুক্ত রিয়া অটো রাইস মিল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী কৃষক এসএম সোহাগ সরকারের উপস্থিতিতে এক শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পরিবেশ অধিদপ্তরের যুগ্ন সচিব ও মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন এ ক্ষতিপূরণ জমা দানের আদেশ দেন।

সৈয়দ ফরহাদ হোসেন স্বাক্ষরিত ওই পত্র সূত্রে জানা যায়, উপজেলার চান্দাইকোনা মৌজায় তিন ফসলি জমিতে গড়ে উঠে স্থানীয় কতিপয় প্রভাবশালীদের বিসমিল্লাহ অটো রাইস মিল। এর বিরুদ্ধে অভিযোগ দেয়ার পর রাতারাতি নাম পরিবর্তন করে রাখা হয় রিয়া অটো রাইস মিল।

একই এলাকার ভুক্তভোগী কৃষক ও সচেতন মহলের পক্ষে সংশ্লিষ্ট দপ্তর সমূহে মিলটির বিরুদ্ধে বিষাক্ত পানি, বর্জ্য, ছাই ও কালো ধোয়ায় ফসল ও পরিবেশ নষ্টের হাত থেকে রক্ষার দাবিতে অভিযোগ পত্র দাখিল করেন এস এম সোহাগ।

অভিযোগের পর সিরাজগঞ্জের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখায় জমা দেয়ার পর তদন্ত প্রতিবেদনের আলোকে এক শুনানি অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সরেজমিন পরিদর্শনকালে প্রাপ্ত তথ্য এবং সর্বশেষ শুনানি শেষে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা-৭ এর আলোকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত পদ্ধতিতে Environmental Damage Assessment করা হয়। টাকার অঙ্কে যার পরিমাণ এক লক্ষ টাকা।

মিলটির বিষয়ে পরবর্তীতে সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরকে এ কার্যালয়ের আদেশ বাস্তবায়নের বিষয়টি নিয়মিত মনিটরিং প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ও স্থানান্তরের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর কার্যালয়ে প্রতিবেদন প্রেরণের জন্য অনুরোধ করেন এ কর্মকর্তা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *