
লিটন সরকার রৌমারী (কুড়িগ্ৰাম): কুড়িগ্ৰামের রৌমারীতে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তাঞ্চল পাঠাগার ও মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালা আয়োজনে দুঃস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ ।
কুড়িগ্ৰাম জেলা রৌমারী উপজেলা বড়াইকান্দী বাজারে বুধবার বিকেল ৪ টার দিকে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ শামিম আকতার শুভর সৌজন্যে এবং মুক্তাঞ্চল পাঠাগার ও মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালা আয়োজনে দুঃস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুক্তাঞ্চল পাঠাগার ও মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালার সদস্য নাসির উদ্দিন, পাঠাগার ও মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালার সদস্য ইসরাফিল হক, পাঠাগার ও মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালার সদস্য ইয়াসির আরাফাত নাহিদ,শহিদুল ইসলাম হিমু,আমির হোসেন আংগুর,মঞ্জরুল ইসলাম তামিম,জাহিদ মোল্লা প্রমূক।