
সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ: ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা, খুন, গুম, হামলা, মামলার প্রতিবাদে খুনি হাসিনা এবং জড়িতদের বিচারের দাবিতে রায়গঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪ টার দিকে রায়গঞ্জ পৌর এলাকা এলাকা হতে বের হওয়া মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রায়গঞ্জ পৌর সভার ধানগড়া বাজার চত্বরে গিয়ে এক জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় বিএনপি মনোনীত সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার।
এসময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক, স্বাগত বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন।
অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, গণহত্যা, গুম, জুলুম-নির্যাতন ও হামলা মামলার জন্য দায়ী খুনি শেখ হাসিনাকে বিচার করে ফাঁসি দিতে হবে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা বলেন, এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে











