
মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: চট্টগ্রামের সন্দ্বীপে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ২ ব্যাবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার উপজেলার গুপ্তছড়া রোডে সেনের হাট বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা।
অভিযানে তিনি মনসুর এন্ড ব্রাদার্স ও দিদার এন্ড ব্রাদার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করা ও ডিমের দাম অতিরিক্ত (জোড়া ৩০ টাকা) রাখার কারণে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা বলেন, বারবার সতর্কতার পরও কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের অতিরিক্ত দাম রাখছেন। এসব অনিয়মে সজাগ দৃষ্টি রয়েছে। তাদের আইনের আওতায় এনে বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করা হচ্ছে।