
সৈয়দ মিয়া, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরী সিমেন্ট ক্রসিং এলাকায় বর্তমান সরকারের সময়ে সুবিধা বঞ্চিত ও নিম্ন আয়ের লোকদের নিত্যপণ্য সামগ্রী স্বল্প মূল্যে পৌঁছে দিতে ৩৯ নং ওয়ার্ডে মেসার্স জামি স্টোরের তত্ত্বাবধানে পরিচালিত টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।
সেই লক্ষ্যে রোববার দুপুরে মাত্র ৫১৫ টাকায় সয়াবিন তেল ২ লিটার, চিনি ১ কেজি, মশুর ডাল ২ কেজি টোকেন দিয়ে লাইন দাঁড়িয়ে প্রায় ৫০০ লোকের কাছে পৌঁছে দেন।
প্রতিষ্ঠানের পরিচালক মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে গণমানুষের কাছে এই ভোগ্যপণ্য সামগ্রী যথাযথ সময়ে পৌঁছে দিতে নিরালস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন।
তিনি আরো বলেন, অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে পণ্য বিক্রয় করে তার চেয়ে একটু ব্যতিক্রম উদ্যোগে নিয়ে জামি স্টোরের তত্ত্বাবধানে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম সবার কাছে গ্রহণযোগ্য।
এই কার্যক্রমকে আরো যারা সফলভাবে সহযোগিতা করতে কাজ করছে, সমাজ সেবক মো. শরীফ, আমিন উল্লাহ, মো. মুনসুর , এবাদুল হক, আল-সাবা ও শাহনেওয়াজ প্রমুখ।