সোমবার, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

কাইয়ুম মাহমুদ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ঢাকা-নাটোরগামী ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান চালিয়ে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করে র‌্যাব -১২ এর সদস্যরা।

এসময় তাদের সাথে থাকা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার ২২০ টাকা জব্দ করে র‌্যাব সদস্যরা ।

গ্রেফতারকৃত আসামিরা হলো, পাবনা জেলার পাবনা সদর থানার রাধানগর গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে আমিনুল ইসলাম রনি(৪৫) ও দোহারপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলাম রইসের ছেলে রাশেদ রানা (৪২) এবং সুজানগর থানার ভবানিপুর গ্রামের মৃত সেকেন্দার আলী মন্ডল ছেলে আব্দুল মজিদ মন্ডল(৪৮)।

গ্রেফতারকৃত আসামিরা দেশের বিভিন্ন জেলায় দীর্ঘ দিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে।

আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলার সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে
র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য যানানো হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ