
মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকা থেকে পরিবেশ রক্ষাকারী গাছ কেটে ফেলছে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট।
স্থানীয়দের অভিযোগ, এই গাছ কাটার পেছনে সক্রিয় রয়েছে রুবেল ও সুফিয়ান নামের দুই ব্যক্তি, যারা এলাকার একটি প্রভাবশালী চক্রের নেতৃত্ব দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ট্রলার ও পিকআপযোগে গাছ কেটে নেওয়া হচ্ছে এবং পরে তা বিক্রি করা হয় বিভিন্ন কাঠ ব্যবসায়ীর কাছে।
আরও অভিযোগ পাওয়া গেছে, সুফিয়ান সরাসরি নির্দেশ দেন কে কোথায় গাছ কাটবে, এমনকি তিনি নিজ মুখে বলেন— “কে কী করতে পারবে, সেটা আমি ঠিক করি।”
এলাকাবাসীর দাবি, রুবেল শুধু গাছ কাটা নয় বরং শিপইয়ার্ড এলাকা থেকে লোহা ও যন্ত্রাংশ চুরির সাথেও জড়িত। তার মাধ্যমে চুরি করা লোহা বাজারজাত করা হয়। পরে সে নিজেই সেই লোহা কিনে নেয় ও বিক্রি করে।
বাঁশবাড়ীয়া উপকূলের এই বেড়িবাঁধ এলাকা সীতাকুণ্ডের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বেষ্টনী হিসেবে কাজ করে। কিন্তু গাছ উজাড়ের ফলে এলাকায় ভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।
এক বন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা বিষয়টি জানি। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শিগগিরই অভিযান চালানো হবে।”
এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, গাছ কাটা ও লোহা চুরি দুই দিক থেকেই এই চক্র এখন উপকূলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন।












