বৃহস্পতিবার, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উৎসব ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক মো. মনজুরুল ইসলাম (মনজু) : সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে উৎসব ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (৭ অক্টোবর) বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাব-এর মাওলানা আকরম খাঁ মিলনায়তনে সুফিধারা উৎসব ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হযরত শাহ সাঈদ আনোয়ার মোবারকী আল ক্বাদেরী, বিশিষ্ট সুফি স্কলার, সুফি গবেষক, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক; সাজ্জাদানীশিন বকশী বাজার খানকাহ শরিফ, প্রেসিডেন্ট মোবারকী গ্রুপ।
প্রধান অতিথি শাহ সাঈদ আনোয়ার মোবারকী আল ক্বাদেরী বলেন, ঈদ এ মিলাদুন্নবী (সা.) মুসলিম বিশ্বের জন্য শ্রেষ্ট ঈদ। কারণ পৃথিবীর সকল কিছুর কেন্দ্রবিন্দু হলো নূরে মোহাম্মদী। আর নূরে মোহাম্মদী (সা.) কে যারা ধারণ করে তারাই সুফি। এই সুফিদের কাছে পৃথিবীর সকল মানুষ নিরাপদ। সুফিদের কাছে জাতের কোন গন্ধ নেই। তারা সর্বযুগে সর্বকালে সকলের ধারক বাহক।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ও ধর্ম-বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান, আল্লামা খন্দকার গোলাম মওলা নকশেবন্দী, সাবেক গর্ভনর, ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা, সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ।
আল্লামা খন্দকার গোলাম মওলা নকশেবন্দী বলেন, বর্তমান সরকার হলো সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে সকল ধর্মের লোক নিজ নিজ ধর্ম পালনে কোন বাঁধা বা সমস্যার সম্মুখীন হচ্ছে না।
আরো আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সুফি মোশতাক আহমাদ, বিশিষ্ট সুফি দার্শনিক, ভাইস-চেয়ারম্যান, সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ।

আরোও উপস্থিত ছিলেন, শাহ সুফি আলহাজ জয়নাল আবেদীন (মাঝি) শাজলী, ভাইস-চেয়ারম্যান, সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ মুজিব মিরপুর, সৈয়দা সারোয়ার এ জাহান রত্মাজি, এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল, সুপ্রীম কোর্ট। হযরত শাহ সৈয়দ শাহাদাত হোসাইন ওয়ায়েছী, ওয়ায়েছিয়া দরবার শরীফ, কাঠগড়া, সাভার, হাজি ইব্রাহীম খলিল প্রধান লালপুরী, সুফি গাজী মুহা. আনিসুর রহমান সন্দ্বীপি, শাহসুফি আকবর হুসাইন আল কাদরী, সুফি সাধক ফকির মো. আফাজ উদ্দীন মোল্লা চিশতী, (পরান শাহ) সুনামগঞ্জ, সুফি জহিরুল হক চিশতী আল হাফিজী, ইউসুফ রহমান আল কাদরী, মাহবুবুল ইসলাম সুমন, হাফিজুল আবেদীন রাসেল, কবি জসীম উদ্দীন ওয়ায়েছী, সুফি গোলাম মোস্তফা ফকির, আহামদ আলী ভান্ডারী, মুফতী ক্বারী ওয়াদুল্লাহ আল কাদরী, সুফি সায়েম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান উদ্বোধন করেন, লায়ন মো. গনি মিয়া বাবুল, কেন্দ্রীয় সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ ও উপদেষ্টা, সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ।
সংগঠনের সভাপতি শাহসুফি আল্লামা তৌহিদুল ইসলাম চিশতী নিজামীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ড. মাওলানা মুহাম্মদ আনিসুর রহমান জাফরী, মহাসচিব, সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, হাফেজ মাওলানা সুফি মুহিউদ্দীন চিশতী নেজামী ও শাহসুফি খাজা রাশিদুল ইসলাম রাসেল মোজাদ্দেদী।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন, বিভিন্ন দরবারের পীর ও সুফি সাধক, আহলে বাইত প্রেমিকগণ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *