
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: সড়কে শৃঙ্খলা ফেরাতে দিনাজপুরের সেতাবগঞ্জ চৌরাস্তায় স্থাপন করা হয়েছে সেনাবাহিনীর চেকপোস্ট।
সোমবার সকাল থেকেই সেনাবাহিনীর সদস্যরা তৎপর অবস্থানে রয়েছেন। সকাল থেকেই তারা যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই ও ট্রাফিক বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন।
চেকপোস্টে লাইসেন্সবিহীন চালক, অতিরিক্ত যাত্রী বহন, ওভারলোডিং, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অনিয়মের জন্য অনেককে জরিমানা করা হয়েছে।
স্থানীয়দের মতে, নিয়মিত এই ধরনের অভিযান সড়কে শৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে। তারা প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
সেনাবাহিনীর একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, জনগণের নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়ে সচেতনতা তৈরিই এই চেকপোস্ট স্থাপনের মূল উদ্দেশ্য।