বুধবার, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

২০২৪ সালে নয়, দেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে : রুহুল কবির রিজভী

ইলিয়াস হোসেন, বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি, চৌহালী ও  এনায়েতপুরে তারেক রহমানের নির্দেশে অসচ্ছল পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার  দুপুরে কেন্দ্রীয় বিএনপি-র রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিম এ-র নিজ বাসভবন মাঠ চত্বরে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বক্তব্য তিনি বলেন, ২০২৪ সালে নয়, দেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে। আর গণপরিষদ হয় বিচ্ছিন্ন কোনো দেশের ক্ষেত্রে। যে দল একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা গণপরিষদ চাইতে পারে। কিন্তু চব্বিশে যেসব ছেলেরা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে, তারা কার ইন্ধনে বা নির্দেশে গণপরিষদ চায়, এটাই আমার প্রশ্ন।

রিজভী বলেন, জুলাই-আগস্টে শহীদ এবং আহতদের বিচার আমরাও চাই। কিন্তু সেই বিচার করতে কতো বছর লাগবে! এক থেকে দেড় বছরেই বিচার করা সম্ভব। কিন্তু তারা সেদিকে মনোযোগ না দিয়ে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছেন।

নির্বাচনের তারিখ নিয়ে টালবাহানা চলছে মন্তব্য করেন তিনি বলেন, কখনও ডিসেম্বর, কখনও জুন, কখনও মার্চ বলে জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে ও বনি আমিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক প্রফেসর আবু শামীম, বেলকুচী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপি-র উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রামাণিক, চৌহালী বিএনপির সাবেক সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু সহ বিএনপি-র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *