পোশাক খাতের প্রসারে বিশেষ ভূমিকা রাখায় সেরা উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেয়েছেন, ফ্যাশন হাউজ ফেদারসের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন ও প্রধান নির্বাহী ফারজানা রহমান।
শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলাদেশ সাংস্কৃতি পরিষদ-বাসপের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্যোক্তা দম্পতির হাতে এ সম্মাননা তুলে দেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোরশেদ।
এ সময়, সামাজিক অবক্ষয় রোধে করণীয় শীর্ষক আলোচনা করেন অতিথিরা।
ওই অনুষ্ঠানে সাংবাদিকতা বিভাগে সম্মাননা পেয়েছেন চ্যানেল নাইনের জ্যেষ্ঠ প্রতিবেদক, লেখক ও সাংবাদিক আবিদ আজম। চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছেন চিত্রনায়ক ডি এ তায়েব।
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লীগ-বিপিএলের অন্যতম স্পন্সর ছিলো দেশীয় ব্রান্ড ফেদারস। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় রাজধানীর বসুন্ধরা শপিং মল ছাড়াও অনলাইন মাধ্যমে তুমুল জনপ্রিয় ‘ফেদারস’।