
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৭তম শাহাদাত বার্ষিকী ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
রবিবার (২১ আগস্ট) সকাল থেকে সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ ইউনাইটেড একাডেমি ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু, দন্ত, অর্থোপেডিক, গাইনী, মেডিসিন, হৃদরোগসহ বিভিন্ন শারীরিক বিষয়ে চিকিৎসা দেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
উক্ত ক্যাম্পে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাখাওয়াত হোসেন শামিমের নেতৃত্বে জেলা সদর হাসপাতালসহ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা
প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বাঙ্গালি জাতির সৌভাগ্য যে বঙ্গবন্ধুর মত একজন মহান নেতা ছিলেন, আর দুর্ভাগ্য যে এমন মহান নেতাকে আমরা ধরে রাখতে পারিনি। ঘাতকের নির্মমতায় আমরা শুধু বাঙ্গালি জাতির পিতাই হারাইনি, তার সোনার বাংলা গড়ে তোলার স্বপ্নও বাধাগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা মানুষের কথা ভেবে চিকিৎসা সেবা আধুনিকতা এনেছেন। এই নির্মমতার পরেও বঙ্গবন্ধু কন্যা বাংলার মাটি ও মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি।
তিনি আরো বলেন, ছাত্রলীগের এমন উদ্যোগকে স্বাগত জানাই। ছাত্রলীগের ভাল কর্ম গুলো দেখেন নতুন প্রজন্মের ছেলেরা ছাত্রলীগে আসবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, রামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রহমত উল্লাহ হাজারী, সাবেক সভাপতি ডা. রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ হাজারী, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজিব মেম্বার ও সাইফুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রায়হানসহ ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ ছাত্রলীগসহ জেলা ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া বিনামূল্যে ৫ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরিক্ষা ও বিনামূল্যে আগত রোগীদের ওষুধ বিতরন করা হয়।
এতে রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুরসহ আশপাশের বিভিন্ন গ্রামের সহস্রাধিক মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে বলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন জানান।