বৃহস্পতিবার, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দালাল চক্রের অপপ্রচার: মোহনগঞ্জে সৎ কর্মকর্তার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি: মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন খান একদল দালাল চক্রের অপপ্রচারের শিকার হয়েছেন।

অভিযোগ রয়েছে, ওই চক্রটি দীর্ঘদিন ধরে অফিস থেকে অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু কামাল হোসেন খান তাতে রাজি না হওয়ায় তাঁর বিরুদ্ধে নানা মিথ্যা ও মনগড়া অভিযোগ ছড়ানো হচ্ছে।

সরেজমিনে সমাজ সহিলদেও ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত অফিস করছেন এবং সেবা নিতে আসা লোকজন সন্তুষ্টি প্রকাশ করছেন।

সহকারী ভূমি কর্মকর্তা কামাল হোসেন খান বলেন, “চাকরির শুরু থেকেই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছি। সমাজ সহিলদেও ইউনিয়নে যোগদানের পর কিছু দালাল অন্যায় সুবিধা নিতে চেয়েছিল। তাদের দাবিতে সাড়া না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

স্থানীয় বাসিন্দা মো. দুলাল মিয়া বলেন, “ভূমি অফিসে এখন সাধারণ মানুষ সহজেই সেবা পাচ্ছে। কামাল হোসেন খানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।”

সহিলদেও গ্রামের যুবদল নেতা মারুফ হাসান সোহেল বলেন, “আমাদের জমি খারিজের সময় কোনো ঘুষ দিতে হয়নি। নায়েব সাহেব অত্যন্ত সহযোগিতাপরায়ণ।”

গ্রামের সমাজসেবক হেলাল চৌধুরী বলেন, “আগে ভূমি অফিসে যেতে ভয় লাগত। এখন মানুষ নিশ্চিন্তে যাচ্ছে। কিন্তু কিছু দালাল তাদের স্বার্থ না পেয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে।”

সহিলদেও গ্রামের জয়নাল আবেদীন বলেন, “আমাকে জড়িয়ে যে অভিযোগ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর প্রতিবাদ জানাই।”

সাকরাজ গ্রামের লাল মিয়া বলেন, “নায়েব কামাল হোসেন খানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি সবার সঙ্গে ভালো ব্যবহার করেন।”

এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এ. কাদের বলেন, “বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ