
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও সুধীজনদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে চারটায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
এসময় সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী উপজেলায় কি কি সমস্যা রয়েছে তা উপস্থাপন করার উম্মুক্ত আহ্বান জানালে সভা থেকে বিভিন্ন জন শিক্ষা প্রতিষ্ঠানের সামন থেকে ময়লার বাগাড় স্থানান্তর, শহরের যানজট নিরসনে বাইবাস সড়কের কাজ শুরু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকট, পর্যটন নগরী হিসেবে সরকারি উদ্যোগে হোটেল, মোটেল ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়।
তিনি এসব সকল দাবির প্রতি সমর্থন ও কার্যকর করতে তার পক্ষ থেকে সব দাবি সরকারি কেবিনেট মিটিং এ তোলা হবে এবং এর মধ্যে অনেক দাবির কাজ খুব শিগগরি শুরু হবে বলে তিনি জানান।
তিনি বলেন, জনগণের প্রতিটি টাকার যথাযথ হিসাব রেখে খরচ করতে হবে।
তিনি সরকারি কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বের বাংলাদেশ চিন্তা করলে হবে না। এখনকার বাংলাদেশ শতশত প্রাণের রক্তের বিনিময়ে দাঁড়িয়ে আছে। সুতরাং প্রত্যেককে তার কর্মের জন্য জবাবদিহি করতে হবে, দুর্নীতির কথা মাথা থেকে ছেড়ে দিবে হবে, সরল ও সঠিক পথে চলতে হবে।












