
এম কামাল উদ্দিন, রাউজান : রাউজানে উপজেলা পরিষদের চেয়ারম্যান, রাউজান পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
সোমবার দুপুরে সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বিগত আওয়ামী সরকারের আমলে নির্বাচিত দেশের ৪৯৫ উপজেলা ও ৩৩০ পৌরসভার চেয়ারম্যান ও মেয়রকে অপসারণ করা হয়।
রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহসানুল হায়দার চৌধুরী ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
সরকারি এক তথ্য মতে জানা যায়, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে।
একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার। আইনের বিধি বিধানমতে এসব পদ থেকে তাদের দুইজনকে অপসারণ করে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমাকে উপজেলা পরিষদে, পৌরসভায় সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলামকে প্রশাসকের দায়িত্বভার দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) রিদুয়ানুল ইসলাম বলেন, ‘এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমাকে উপজেলা পরিষদে আর আমাকে পৌরসভা প্রশাসক নিয়োগ দিয়েছেন সরকার। আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে বদ্ধপরিকর। আমি সকলের সহযোগিতা চাই।’











