বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বাস্থ্যের মহাপরিচালক ডা: রোবেদ আমিনের পদত্যাগ দাবি

এস এম আক্কাস, সিরাজগঞ্জ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা: রোবেদ আমিনের পদত্যাগ দাবি করেছেন সিরাজগঞ্জের চিকিৎসকরা। একই সঙ্গে স্বৈরাচারের অন্যান্য দোসরদের পদত্যাগেরও দাবি জানানো হয়।

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সিরাজগঞ্জের ব্যানারে এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ডা: মো. আবদুল লতিফ এর সভাপতিত্বে এবং ডা: মো. আব্দুস সামাদ আজাদ খোকন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্যে রাখেন ডা: এরফান আহমেদ সোহেল, ডা: কামরুল হাসান পারভেজ, ডা. মো. মোক্তাদির হোসেন মৃধা, ডা: এ জেড এম জুনায়েদ ইসলাম তৌহিদ, ডা: শিমুল তালুকদার, ডা: আমিরুল ইসলাম প্রমুখ।

এসময়ে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ দেশের স্বাস্থ্যবিভাগকে দুর্নীতিমুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরকে যারা ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে লুটপাট করেছে অবিলম্বে তাদের দুর্নীতির বিচার করতে হবে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক ডা: রোবেদ আমিনসহ স্বৈরাচারের অন্যান্য দোসরা বৈষম্য বিরোধী চিকিৎসক- কর্মচারী আন্দোলনে ‘স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নিয়ে করা তথাকথিত শান্তি সমাবেশ, এমন কি শেখ হাসিনার পতনের একদিন আগেও মিছিল ও সমাবেশ করেছে তারা। তাই তাদের পদত্যাগের দাবি জানান।

গত রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ডা: রোবেদ আমিন। ‘স্বৈরাচার শেখ হাসিনার পক্ষের শক্তি’ উল্লেখ করে তাকে প্রত্যাখানের দেন বক্তারা। একই সাথে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: আহমদুল কবির, অধ্যাপক ডা. বায়োজিদ খুরশিদ রিয়াজ,স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক অধ্যাপক ডা: টিটু মিয়া এবং নিপসম পরিচালক সামিউল ইসলাম সাদীসহ স্বৈরাচারের অনুসারী সকল কর্মকর্তার পদত্যাগ চেয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ